Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

প্রাণিসম্পদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ‌্যে গবাদি পশু,হাঁস মুরগি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিসহ রোগ নিয়ন্ত্রন ও জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। ২০১৭-১৮ অর্থ বছরে জিডিপিতে স্থীরমূল‌্যে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৫৩% এবং প্রবৃদ্ধির হার ৩.৪০% (বিবিএস,২০১৮ )। মোট কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান প্রায় ১৩.৪৬%। তাছাড়া ২০১৭-১৮ অর্থ বছরে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার ছিল ৩৯৬২৪.৬ কোটি টাকা যা বিগত ২০১৬-১৭ অর্থ বছরের  তুলনায় ৪৫০৪৮.৯০ কোটি টাকা বেশি (বিবিএস,২০১৮)। ২০১৭-১৮ অর্থ বছরে প্রাণিসম্পদ খাতে উৎপাদিত কাচা ও প্রক্রিয়াজাত পন‌্য রপ্তানি আয় ছিল প্রায় ৪৪৮৩.৭৭ কেটি টাকা (ইপিবি,২০১৭-১৮), জনসংখ‌্যা প্রায় ২০%, প্রত‌্যক্ষ এবং ৪৫% পরোক্ষ‌ভাবে প্রাণিসম্পদ খাতের উপর নির্ভরশীল। বর্তমানে দুধ ,মাংস ও ডিমের জনপ্রতি প্রাপ‌্যতা বেড়ে যথাক্রমে ১৫৮.১৯ মিলি/দিন, ১২২.১০ গ্রাম/দিন ও ৯৫.২৭ টি/বছর এ উন্নতি হয়েছে।  সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুধ,মাংস ও ডিমের স্থীরকৃত চাহিদা অর্জনে প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল পর্যায়ে নিরলস প্রচেষ্টা অব‌্যাহত রয়েছে।

সদর উপজেলা আয়তনঃ ৩১৩ বর্গ কিঃমিঃ ( ১২০ মাইল )।

সদর উপজেলার জনসংখ‌্যাঃ পুরুষ-১,৬২,৪৮৩ জন, মহিলা-১,৬৯,১৪৮ জন মোট জনসংখ‌্যা-৩,৩১,৬৩১ জন।

জনসংখ‌্যার ঘনত্বঃ ৯৪৪ জন (প্রতি বর্গ কিঃমিঃ )

সদর উপজেলা ইউনিয়ন সংখ‌্যাঃ ১৪ টি

সদর উপজেলায় পৌরসভার সংখ‌‌্যাঃ ০১ টি

 

প্রাণিসম্পদ সর্ম্পকিত ত‌থ‌্যাদিঃ

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর-০১ টি।

কৃত্রিম প্রজনন উপকেন্দ্রঃ ০১ টি।

কৃত্রিম প্রজনন পয়েন্টঃরাজস্বঃ-০৩ টি,ইউনিয়ন পরিষদ কেন্দ্রিকভিত্তিক পয়েন্টঃ-১৮ টি (ইউনিয়ন সমূহে)

ফারমারস ইনফরমেশন সেন্টা‌র (ফিয়াক), ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক-১৪ টি (ন‌্যাশনাল টেকনোলজি প্রোগ্রাম,ফেজ-২,প্রাণিসম্পদ অংগ এর অধীন)

গবাদি পশু-পাখির ত‌থ‌্যাদিঃ

গরুর সংখ‌্যাঃ ৮২০৭০ টি।

মহিষঃ২৭০ টি।

ছাগলঃ৪৩৪৮০ টি।

ভেড়াঃ৩৩০ টি।

মুরগিঃ৩,০২২৭০

লেয়ারঃ46520

ব্রয়লারঃ 212325

হাঁসঃ ১২৪৩০টি।

কোয়েলঃ  ১৬৪২৮ টি।

কবুতরঃ ১৫৩০০ টি।

রেজিষ্ট্রেশনকৃত গাভীর খামার-547 টি।

রেজিষ্ট্রেশনকৃত লেয়ার মুরগির খামার- ৭৫ টি

রেজিষ্ট্রেশনকৃত প‌্যারেস্ট ষ্টক লেয়ার খামার- ১২

রেজিষ্ট্রেশনকৃত ব্রয়লার মুরগির খামার- ৩৫৭

রেজিষ্ট্রেশনকৃত ছাগলের খামারঃ ৩৮টি।

রেজিষ্ট্রেশনকৃত হ‌্যাচারীর সংখ‌্যা- ১০ টি।