কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শোকেস মুছতে গিয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির বড় আকৃতির একটি তক্ষক পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে শহরের অংকুর স্কুল অ্যান্ড কলেজে প্রাণীটি পাওয়ার পর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ওই কার্যালয়ের পেছনে তক্ষকটি অবমুক্ত করা হয়। দুপুরে প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, টেবিলের ওপর একটি পলিথিনের থলের মধ্যে তক্ষকটি রাখা। গায়ের রং ধূসর। পিঠের ওপরে ছোট ছোট লাল রঙের ফোঁটা। লেজ বড়। পরে সেটি একটি স্বচ্ছ থলের মধ্যে রাখা হয়।
পোলিং
মতামত দিন